২০ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আটক মাদক ব্যবসায়ী
রাজধানী হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী হলেন- মো. সাগর ইসলাম (২২)। সোমবার (২৮ ডিসেম্বর) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী মো. সাগরের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল। বড়লোক হওয়ার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়া দামে গাঁজা বিক্রি ও সরবরাহ করে আসছিল সে। এই অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সীমান্তবর্তী এলাকা থেকে সাগর একটি মাইক্রোবাসে করে ৫০ কেজি গাঁজাসহ রাজধানীতে আসছে। পরে রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব-২ এর একটি দল হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করে।’
এ সময় মাইক্রোবাসের চালকের সিট থেকে দুটি বস্তায় থাকা ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। এছাড়া আটকের কাছ থেকে মাদক বিক্রির ৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকাতে গাঁজার ব্যাপক চাহিদা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে গাঁজার চালান সরবরাহ করত। দ্রুত বেশি অর্থ আয়ের নেশা সে শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা উচ্চমূল্যে সরবরাহ করছেন। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে সে জানায়। তাদেরও আটক করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও র্যাব-২ এর এই কর্মকর্তা জানান।
এমএসি/এফআর