ঢাকায় কাতারের দ্বিতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে বুধবার
কাতারের ভিসা কেন্দ্র
ঢাকায় আরেকটি ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে কাতার। বুধবার (৩০ ডিসেম্বর) ঢাকায় এ দ্বিতীয় ভিসা কেন্দ্রটি চালু করবে মধ্যপ্রাচ্যের দেশটি।
রোববার (২৭ ডিসেম্বর) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
টুইট বার্তায় বলা হয়, দেশের বাইরে কাতার পুনরায় ভিসা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ঢাকায় কাতারের ভিসা কেন্দ্র চালু হতে যাচ্ছে। কাতার ভিসা কেন্দ্রের ওয়েবসাইট থেকে এখনই এ বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।
সম্প্রতি দেশটি ভারত, নেপাল, পাকিস্তান এবং ফিলিপাইনে ভিসা কেন্দ্র চালু করেছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
২০১৮ সালের শেষের দিকে কাতার ঢাকায় প্রথম ভিসা কেন্দ্র চালু করে। রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারের ১১তলায় এ ভিসা সেন্টারের উদ্বোধন করেন তৎকালীন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মো. আহমেদ মোহাম্মদ আল দেহাইমি।
এনআই/এফআর