নাসিম রিয়েল এস্টেটের মালিকের দুই মামলায় বদলির আদেশ
ইমাম হোসেন নাসিম এবং তার স্ত্রী হালিমা আক্তার সালমা
নাসিম রিয়েল এস্টেট মালিক ইমাম হোসেন নাসিম এবং তার স্ত্রী হালিমা আক্তার সালমার বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুই মামলায় বদলির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল অভিযোগপত্র গ্রহণ করে বদলির এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৫ নভেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর কাইয়ুম মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলার অভিযোগপত্র দাখিল করেন।
বিজ্ঞাপন
গত ৩০ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তৃতীয় স্ত্রীসহ তাকে আটক করে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি. বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, ১ হাজার ৪০০ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ, চারটি ওয়াকিটকি সেট, ছয়টি পাসপোর্ট, ৩৭ ব্যাংক চেক বই এবং ৩২ সিম কার্ড জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, নাসিম ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত একটি কোম্পানির ঠিকাদারির কাজ করে এলেও মূলত ২০০২ সাল থেকে অভিনবভাবে প্রতারণামূলক কৌশলের মাধ্যমে নিজেকে কথিত নাসিম রিয়েল এস্টেট কোম্পানির মালিক পরিচয় দিয়ে সাইনবোর্ড টানানো শুরু করেন। ক্ষেত্র বিশেষে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতির মাধ্যমে সাভারের কাউন্দিয়া এলাকায় অন্যের ও খাসজমি দখল করে আবাসিক শহর গড়ে দেওয়ার নামে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের সঙ্গে বায়না করে প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এছাড়া ২৫০ জনকে ভুয়া রেজিস্ট্রেশন দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা করে। এভাবে সে প্রায় ২৮০ কোটি টাকা আত্মসাৎ করে। এর পাশাপাশি সে ২০০৫ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ভিন্ন ভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে।
এ পর্যন্ত তার মালিকানাধীন ১৬ প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে: ১. নাসিম রিয়েল এস্টেট লি., ২. নাসিম ডেভেলপার লি., ৩. নাসিম অ্যাগ্রো ফুড লি., ৪. নাসিম বাজার, ৫. এসবি ফাউন্ডেশন, ৬. ডা. বেলায়েত হোসেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ৭. নাসিম পার্সেল ও কুরিয়ার সার্ভিস, ৮. সাপ্তাহিক ইমারত অর্থ. ৯. নাসিম শিপ বিল্ডার্স, ১০. নাসিম ইঞ্জিনিয়ারিং ও কনসালটেন্সি, ১১. নাসিম ট্রেডিং লি. ১২. সাহানা আই হাসপাতাল, ১৩. বাংলা নিউজ ১৬, ১৪. নাসিম ড্রিংকিং ওয়াটার, ১৫. নাসিম সুগার ও ১৬. নাসিম বেভারেজ।
টিএইচ/এসএম