এক বছরের চুক্তিতে রেল সচিব থাকছেন সেলিম রেজা
রেলপথ সচিব সেলিম রেজা
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজাকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে নিয়োগটি দেওয়া হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সেলিম রেজা এ বছরের ৫ মে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এ পদে যোগ দেওয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম (১৯৮৫) ব্যাচের কর্মকর্তা। ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নেজারত অব ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে রংপুর জেলা প্রশাসনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র অ্যাসাইনমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সেলিম রেজা কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করেন। দেশে ফিরে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেন এবং ২০০৯ সালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) পরিচালক পদে যোগদান করেন।
এরপর তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পান এবং একই দপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে কাজ করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব হিসেবে মধ্যপ্রাচ্য উইং এ এবং অতিরিক্ত সচিব পদে প্রশাসন উইং এও কাজ করেছেন।
মোঃ সেলিম রেজা ১৯৬১ সালে পাবনা জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিতে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।
এসএইচআর/এসআরএস