সাইকেল লেন উদ্ধারে ঢাকায় দ্বিতীয় দিনের অভিযান
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও পার্কিং উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউয়ে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। অভিযানে সাইকেল লেন থেকে একটি পুলিশ বক্স, ভাসমান দোকান, গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
এরআগে গতকাল রোববার (২৭ ডিসেম্বর) একই স্থানে অভিযানে অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি অভিযান চলার সময় সঠিকভাবে মাস্ক না পরার অপরাধে ৫ জনকে মোট ৬শ টাকা জরিমানা করা হয়।
যানজট, গাড়ির বেপরোয়া গতি, মোটরসাইকেলের আধিক্য এবং অসচেতন পথচারীদের হাত থেকে নিজেদের রক্ষা করে ঢাকার ব্যস্ত সড়কে বাইসাইকেল চালানো কঠিন। পৃথিবীর অনেক শহরে শুধুমাত্র সাইকেলচালকদের জন্য আলাদা লেন থাকলেও ঢাকার রাস্তায় এটা ছিল না দীর্ঘকাল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক সাইকেল লেন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতির প্রথম বাস্তবায়ন হয় আগারগাঁওয়ে ৯ কিলোমিটার সাইকেল লেন তৈরির মধ্যে দিয়ে।
পরে মানিক মিয়া এভিনিউয়েও আরেকটি সাইকেল লেন তৈরি করা হয়।
এএসএস/এনএফ