জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল বারী

রাষ্ট্রদূত হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. ফজলুল বারী। 

সোমবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য সচিবের পদমর্যাদা দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে আরেক আদেশের মাধ্যমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

এসএইচআর/এইচকে