নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত অক্সিজেন লাইন সরবরাহের সুবিধা সংবলিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারি, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফসহ তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক নির্দেশনা দিচ্ছেন বলেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে। মানুষ মানুষের জন্য এবং মানুষের সেবা করতেই আমরা রাজনীতি করি। সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের মাধ্যমে এসব অঞ্চলের মানুষ নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সেবা পাবেন। তাই প্রতিটি উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে করোনা সংক্রমণ মোকাবিলা করা সম্ভব না। এই জন্য সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সব প্রচেষ্টার মাধ্যমে করোনা মোকাবিলা করতে হবে। এবারের লকডাউন শক্তিশালীভাবে মেনে চলতে হবে। আমরা যদি এই সাত দিন স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে ঈদটা আমরা ভালোভাবে করতে পারব। তাই সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার মধ্যে থেকেই আমাদেরকে করোনাকে মোকাবিলা করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এই লকডাউনের বিরুদ্ধে অনেকে অনেক রকম কথা বলবে। এটা কোনো বিষয় না। আগে মানুষকে আমাদের বাঁচাতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে মন্ত্রী বলেন, তিনি সুস্থ আছেন বলেই আমরা দেশের জন্য কাজ করতে পারছি, সুস্থ আছি।

এসএইচআর/এফআর