ঢাকার জেলা জজকে জরুরি দেওয়ানি মামলা গ্রহণ ও নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ লিখিতভাবে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

বৃহস্পতিবার আইনজীবী ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনক ঢাকা পোস্টকে বলেন, গত ২৬ নভেম্বর আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের ইস্যুকৃত প্রজ্ঞাপনে ডিসেম্বর মাসে দেওয়ানি আদালতের অবকাশকালীন সময়ে ৬২ জন বিচারককে বিভিন্ন জেলায় জরুরি দেওয়ানি ও অন্যান্য মামলা গ্রহণ  ও শুনানির জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করেন এবং জরুরি মামলাগুলো গ্রহণ ও শুনানির জন্য ক্ষমতা প্রদান করেন। তা সত্ত্বেও ঢাকার জেলা জজ জরুরি দেওয়ানি মামলা গ্রহণ ও শুনানি না করায় কনসুমার্ক লিমিটেড নামে একটি কোম্পানির পক্ষে রিট দায়ের করা হয়। রিটের শুনানি হাইকোর্ট এ আদেশ দেন।

এমএইচডি/এমজে