বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে কংগ্রেসের কমিটি
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে একটি কমিটি গঠনের অনুমোদন দিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস। দলটির অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধী মঙ্গলবার এ কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন।
দলের কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
এ কে অ্যান্টনির নেতৃত্বে কমিটির নেতৃত্ব দেবেন এবং আহ্বায়ক পদে প্রবীণ দাওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কংগ্রেস ও দলটির প্রাক্তন সভাপতি ইন্দিরা গান্ধীর নাম। বাংলাদেশের পক্ষ নিয়ে ইন্দিরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আট জনকে।
বিজ্ঞাপন
দলের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করার জন্য কংগ্রেস প্রেসিডেন্ট একটি কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন, যা দুই দেশের মধ্যকার বিশেষ সম্পর্কের সাক্ষ্য বহন করে। টাইমস নাও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তান থেকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে বাংলাদেশ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। ২৫ মার্চ রাতে হামলা শুরু করে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনী। এরপর বাঙালি জনতা ভারতের সহযোগিতায় মুক্তিবাহিনী গঠন করে তাদের প্রতিরোধ করতে শুরু করে। পরবর্তীতে ভারত এই যুদ্ধে অংশ নিলে দুই বাহিনী মিলে যৌথ বাহিনী গঠিত হয়।
সেই মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী প্রায় ৯৩ হাজার সৈন্য বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোন যুদ্ধে এতো বড় বাহিনী আত্মসমর্পণ করেনি।
২০২১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এ মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর ২৬ মার্চ ঢাকা সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। মোদি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং নীতিগতভাবে সফরের সম্মতি দিয়েছেন বলেও গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদন রয়েছে।
এনএফ