সময় বাড়ল শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড রেজিস্ট্রেশনের
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন
‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ এর রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে সরকার। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম এ বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও তা ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিজ্ঞাপন
আখতার হোসেন বলেন, করোনাকালীন সংকটের মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০’ এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ চালু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের একক ও দলীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা দেবে।
সচিব বলেন, চলমান করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি আমাদের দেশ ও বিশ্বের যুবারা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন তার স্বীকৃতি দিতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
বিজ্ঞাপন
১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট একশ’ জনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে বলে জানান মো. আখতার হোসেন।
ক্যাটাগরিগুলো হলো-
১/ অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবী গল্প (ব্যক্তিগত)
করোনা মহামারিতে স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছে, নিজের বা পরিচিত কারও এমন গল্প জমা দিতে হবে। গল্পটি হতে হবে সাতশ’ থেকে এক হাজার শব্দের মধ্যে।
২/ স্বেচ্ছাসেবী যুব কার্যক্রমে কর্পোরেট সহযোগিতা (সংস্থা)
যে সমস্ত কর্পোরেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান করোনার সময়ে তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে আর্থিক সহযোগিতা এবং সমর্থন দিয়েছে, তাদের সহযোগিতার বিবরণ জমা দিতে হবে।
৩/ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা (সংস্থা)
করোনার সময়ে পরিবেশ-প্রকৃতি এবং জীববৈচিত্র্য রক্ষায় যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছে, তারা তাদের ভূমিকা ও কার্যক্রমের বিবরণ জমা দিতে পারবেন।
৪/ সবচেয়ে কার্যকরী উদ্যোগ (সংস্থা)
করোনা প্রতিরোধে নিজেদের সামর্থ্য এবং সম্পদ অনুযায়ী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পেরেছেন বা সাফল্যের সাথে মোকাবিলা করেছেন এমন প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের বিবরণ জমা দিতে হবে।
৫/ মিডিয়াক্ষেত্রে বিশেষ অবদান (ব্যক্তিগত)
তরুণ সাংবাদিক বা মিডিয়াকর্মীদের যারা করোনা মহামারিতে চরম ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ এবং প্রচার করেছেন তারা তাদের অবদান ও ভূমিকার বিবরণ জমা দেবে।
৬/ সাহসী পদক্ষেপ (ব্যক্তিগত বা সংস্থা)
করোনা মহামারির সময়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সংক্রমিতদের মধ্যে কাজ করেছেন বা ঝূঁকিপূর্ণ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের সাহসী পদক্ষেপের বিবরণ জমা দিতে হবে।
৭/ সেরা স্বেচ্ছাসেবী যুব সংগঠন (সংস্থা)
করোনা সংকটে স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় অবদান রেখেছে এমন নিবন্ধিত যুব সংগঠনকে কার্যক্রমের বিবরণ জমা দিতে হবে।
৮/ সেরা উদ্ভাবনী ধারণা (সংস্থা)
করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় যে প্রতিষ্ঠান সবচেয়ে উদ্ভাবনী ও সৃজনশীল পদক্ষেপ নিয়ে এগিয়ে এসেছেন তারা তাদের উদ্যোগের বিবরণ জমা দেবেন।
৯/ সম্প্রদায়ভিত্তিক স্বেচ্ছাসেবী অবদান (ব্যক্তিগত)
বিভিন্ন কমিউনিটি বা সম্প্রদায়, বিশেষ করে প্রান্তিক সম্প্রদায়কে করোনা মহামারি প্রতিরোধের নেতৃত্ব দিয়ে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছেন এমন ব্যক্তিকে তার অবদান ও ভূমিকার বিবরণ জমা দিতে হবে।
১০/ পেশাদারি শ্রেষ্ঠত্ব (ব্যক্তিগত)
নিজ নিজ পেশাক্ষেত্রে নির্ভয়ে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে করোনা প্রতিরোধের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিকে পেশাদারি দায়িত্বের মধ্য দিয়ে বিশেষ অবদানের বিবরণ জমা দিতে হবে।
রেজিস্ট্রেশনের শর্তাবলি-
* আবেদনকারীকে অবশ্যই নিজেদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিবরণ উপযুক্ত ক্যাটাগরি অনুযায়ী ফর্মে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে দিতে করতে হবে।
* আগ্রহীরা একাধিক ক্যাটাগরিতে (সর্বোচ্চ ৩টি) আবেদন করতে পারবেন।
* আবেদনকারীর বয়স ১৮ বা তার বেশি হতে হবে।
* বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
* আবেদনকারীকে তার বা তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমর্থনে ছবি অথবা ভিডিও সাবমিট করতে হবে।
* গল্প জমা দেওয়ার ক্ষেত্রে যার বা যাদের বিষয়ে গল্প লেখা হচ্ছে তাদের নাম ও ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে।
* 'সেরা স্বেচ্ছাসেবী যুব সংগঠন' ক্যাটাগরিতে শুধুমাত্র নিবন্ধিত সংস্থা বা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে।
* আবেদনকারী অবশ্যই আয়োজক কমিটির সকল সিদ্ধান্তকে সম্মান করবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং যাবতীয় তথ্য জানতে ক্লিক করুন এখানে।
এসএইচআর/এইচকে