চট্টগ্রামে জিইসি মোড় এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে জিইসি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চট্টগ্রাম চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, বর্তমানে নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এখন আর বিপদ নেই।  আমরা শিশুটির কাপড়-চিকিৎসাসহ যা প্রয়োজন তার ব্যবস্থা করেছি। 

সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করা হবে। আপাতত শিশুটি পুলিশের কাছে থাকবে বলেও জানান তিনি।  

পুলিশ সূত্রে জানা গেছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে নবজাতক পড়ে থাকার খবরটি তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পায়। খবর পেয়ে পুলিশ মিনিট দশেকের মধ্যে হাজির হয় এবং নবজাতককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

কেএম/আরএইচ