চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৬ জনে।
এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৯ জনের। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৭১৬ জনে। শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১৮১০টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে চট্টগ্রামে নগরীর ২০৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৭০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৭১৬ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ১০০ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬১৬ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৮৬ জন। যার মধ্যে নগরীর ৩৬২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৪ জন।
বিজ্ঞাপন
এদিকে চলতি মাসের ২৪ দিনে (২৪ এপ্রিল পর্যন্ত) চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে।
কেএম/এসএসএইচ