রাজধানীর পল্টনের ফকিরাপুলে ৭ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মো. মাকসুদুর রহমান (৬৫) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ৭ তলা থেকে লাফিয়ে পড়ার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।   

নিহতের ছেলে মাছুম বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন,আমার বাবা দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন। আজ সকালে আমাদের বাসার ৭ তলা থেকে লাফ দিয়ে পড়ে যান তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ফকিরাপুলে ছাদ থেকে পড়ে মানসিক রোগীর মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এনএফ