যুক্তরাজ্য থেকে ফেরা যাত্রীদের কোয়ারেন্টাইন কার্যকর আজ থেকে
যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি থাকায় বাংলাদেশে আগত দেশটির যাত্রীদের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা আজ থেকে কার্যকর হচ্ছে।
শুক্রবার থেকে যুক্তরাজ্য থেকে আসা প্রতিটি যাত্রীকে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইনের জন্য রাজধানীর ৭টি হোটেল নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে হোটেলগুলোর তালিকা পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
হোটেলগুলো হচ্ছে- নিকুঞ্জের বেস্টওয়েস্টার্ন প্লাস মায়া, বনানীর অমনি রেসিডেন্সি, হোটেল গ্রেস-২১, হোটেল এফোর্ড ইন, হোয়াইট প্যালেস হোটেল, মেরিনো রয়েল হোটেল এবং মেমেন্টো হোটেল।
বিজ্ঞাপন
এসব হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ যাত্রীকেই বহন করতে হবে।
নতুন স্ট্রেন নিয়ে কেন উদ্বেগ?
মূলত তিনটি কারণে করোনাভাইরাসের নতুন এই স্ট্রেনটি নিয়ে উদ্বেগ বাড়ছে।
• এটি ভাইরাসের অন্য সংস্করণগুলোকে প্রতিস্থাপিত করছে
• এটির বিভাজন বা রূপান্তর ভাইরাসের কিছু অংশে পরিবর্তন আনে, যা গুরুত্বপূর্ণ
• এসব বিভাজনের মধ্যে বেশ কিছু ল্যাবে পরীক্ষার পর দেখা গেছে যে এগুলো মানুষের দেহের কোষকে সংক্রমিত করার ভাইরাসের যে সক্ষমতা তা বাড়ায়
বেবিচক সূত্র জানায়, সিলেটে নামা যাত্রীদের জন্য কোনো হোটেল এখনও নির্ধারণ করা হয়নি। আপাতত সিলেটে নামা যাত্রীরা আগের মতো সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন।
এর আগে ২৯ ডিসেম্বর একটি সার্কুলারে বাংলাদেশে আসা প্রত্যেক যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে বেবিচক।
সম্প্রতি মহামারির মধ্যেই করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেনের (পরিবর্তিত রূপ) ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতসহ প্রায় ২০টি দেশ। ফ্লাইট বাতিল করা দেশের মধ্যে রয়েছে কানাডা, চিলি, কলম্বিয়া, ইরান, সৌদি আরব। এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ এবং লাতভিয়া।
এআর/এনএফ