থার্টি ফার্স্টে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
উদ্ধার করা ইয়াবা
রাজধানী ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ। গ্রেফতারদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- নাদিম মাহমুদ (২৭) ও মো. রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।
বিজ্ঞাপন
শুক্রবার (১ জানুয়ারি) ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে ইয়াবা বিক্রির সময় রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম ও ক্যান্টনমেন্ট জোনাল টিম।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গ্রেফতাররা অনেক দিন ধরেই কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ঢাকায় এনে বিক্রি করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট তারা থার্টি ফার্স্ট নাইটে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া গত বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে চার হাজার ৫০০ পিস ইয়াবাসহ
মো. জিয়াউর রহমান মুন্না (২৫) ও মো. হাসান (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
এর আগে গত রোববার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বংশালে অভিযান চালিয়ে ২০ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা তালুকদার ওরফে সুজন ওরফে লাক্কু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আরেক অভিযানে ২৬ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন (৩৬), মো. কবির আহম্মেদ (৪৮), মো. ইব্রাহিম (১৯) ও মো. শহিদুল ইসলাম (৪৫) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এমএসি/এইচকে