রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান
মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাবকে তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য।
রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২ নং আদেশ-এর ১০ (১) আর্টিকেলে বর্ণিত ক্ষমতাবলে মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাবকে তিন বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগ প্রদান করেছেন।
বিজ্ঞাপন
এছাড়া সোসাইটি ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং-২৬-এর ৯ (সি) (১) এর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান ম্যানেজিং বোর্ড ভেঙে তিন মাসের জন্য ভাইস চেয়ারম্যান, ট্রেজারার ও ১২ জন সদস্যসহ মোট ১৪ সদস্য বিশিষ্ট এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়।
এডহক ম্যানেজিং বোর্ডের সদস্যরা হলেন, নুর-উর-রহমান (ভাইস চেয়ারম্যান), এম এ ছালাম (ট্রেজারার), সালাহ্ উদ্দিন আহমদ (বোর্ড সদস্য), বেগম আরমা দত্ত, এমপি (বোর্ড সদস্য), অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ, ডা. রোকেয়া সুলতানা (বোর্ড সদস্য), মফিজুর রহমান বাবুল (বোর্ড সদস্য), মনজুরুল ইসলাম (বোর্ড সদস্য), রাজিয়া সুলতানা লুনা (বোর্ড সদস্য), ডা.মো. মোশারফ হোসেন (বোর্ড সদস্য), চৌধুরী সরোয়ার জাহান (বোর্ড সদস্য), মো. সেকান্দার আলী (বোর্ড সদস্য), প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া (বোর্ড সদস্য) ও মো. আব্দুল জলিল (বোর্ড সদস্য)।
বিজ্ঞাপন
মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাব ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতামাতার ৮ সন্তানের মধ্যে মেজর জেনারেল (অব:) এ টি এম আবদুল ওয়াহ্হাব সর্ব জ্যেষ্ঠ। তিনি শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সফলভাবে দায়িত্ব পালন শেষে ২০০২ সালে চাকরি থেকে অবসরে যান।
এনআই/এসকেডি