ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে বিভিন্ন ব্যক্তি ও মসজিদের উন্নয়নের জন্য এককালীন টাকা অনুদান দেওয়া হয়েছে।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, এক অফিস আদেশের মাধ্যমে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঐচ্ছিক তহবিল হতে এককালীন এই অনুদান মঞ্জুর করা হয়েছে।

জানা গেছে, এসব ঐচ্ছিক তহবিল থেকে পাওয়া অনুদানের মধ্যে রয়েছে কমলাপুর মসজিদের পুনরায় নির্মাণের জন্য ৫ লাখ, শাহবাগে ৫ মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫ লাখ, চামেলীবাগ মসজিদের জন্য ২ লাখ, শান্তিনগর মসজিদের জন্য ৩ লাখ, ১০ নম্বর ওয়ার্ডে একটি মসজিদের গেটের জন্য ২ লাখ, একই ওয়ার্ডের অন্য আরেক মসজিদের গেটের জন্য ২ লাখ, ভিতরে বাহিরে আস্তর ও ওযুখানার জন্য ১ লাখ, লালবাগে মসজিদের উন্নয়নে দেড় লাখ,  বায়তুল আমান মসজিদের জন্য দেড় লাখ, মাক্কি মসজিদের উন্নয়নে এক লাখ, বাইতুস সালাত মসজিদে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে স্বামীর চিকিৎসার জন্য ২ লাখ, অসহায়ের ঋণ পরিশোধের জন্য ২ লাখ, মানবিক কারণে একজনকে আর্থিক অনুদান ২ লাখ, স্বামীর চিকিৎসার জন্য ২ লাখ, অসহায় এক ব্যক্তির মেয়ের বিবাহের জন্য ২ লাখ, পৃথক দুই ব্যক্তির চিকিৎসার জন্য ২ লাখ করে মোট ৪ লাখ, স্ত্রী চিকিৎসা ও মেয়ের লেখাপড়া খরচের জন্য পৃথক দুই ব্যক্তিকে এক লাখ করে মোট ২ লাখ টাকা, চোখের অপারেশনের জন্য ১ লাখ, স্বামীর উন্নত চিকিৎসার জন্য ৬০ হাজার, ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

একইভাবে আরও ১৮ জনকে ৫০ হাজার, ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে বিভিন্ন ব্যক্তি ও মসজিদের উন্নয়নের জন্য এককালীন টাকা অনুদান দেওয়া হয়েছে সর্বমোট ৫০ লাখ ৩০ হাজার টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে এসব অনুদানের টাকা পরিশোধের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এএসএস/এমএইচএস