ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের জাতীয় মহাসড়কগুলোতে টোল ধার্য করতে যাচ্ছে সরকার। ধাপে ধাপে সব জাতীয় মহাসড়কে টোল আদায় হবে। তবে প্রথমবারের মতো টোল নেওয়ার জন্য দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ হচ্ছে।
 
রোববার (৩ জানুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে অংশীজনদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসবে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এ বৈঠকের উদ্যোগ নিয়েছে।
 
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঢাকা পোস্টকে জানান, সরকার মহাসড়ক থেকে টোল আহরণ করবে। কিন্তু জনগণ তো কর দিচ্ছেই। হানিফ উড়াল সেতু নির্মাণের পর টোল নেওয়া শুরু হয়। এ পথে চলাচলকারী গাড়ির ট্রিপও বেড়েছে। তারপরও টোল দিতে হচ্ছে। এটা যাত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে।
 
‘মহাসড়কে টোলের হার যৌক্তিক হলে তা সহনীয় মাত্রায় রাখতে হবে’— বলেন মোজাম্মেল হক।
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বলেন, দেশের বিভিন্ন মহাসড়ক চার লেন করা হয়েছে। ছয় লেনের মহাসড়কও হচ্ছে। এছাড়া এক্সপ্রেসওয়েও নির্মাণ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চার লেন, ছয় লেন মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ি চললে টোল নেওয়া হয়। আমরাও টোল কীভাবে নেওয়া যায় তা নির্ধারণ করব।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

 
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা আজ বৈঠক করব। বারবার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
 
সওজ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচলে কী হারে টোল দিতে হবে, তার একটি খসড়া তৈরি করা হয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা থেকে মাওয়ামুখী যানবাহন রাজধানীর ধোলাইপাড় দিয়ে প্রবেশ করে চারটি স্থানে টোল দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে বের হবে। এ এক্সপ্রেসওয়ের ঢাকামুখী গাড়িগুলো ভাঙ্গা থেকে আড়িয়াল খাঁ, শ্রীনগর, ধলেশ্বরী ও আবদুল্লাহপুরে টোল দিয়ে ঢাকায় প্রবেশ করবে। কোনো গাড়িকে একাধিকবার টোল দিতে হবে না।
 
সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ঢাকা পোস্টকে জানান, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চললে কী হারে টোল দিতে হবে তা নির্ধারণের কাজও শুরু হয়েছে। ধাপে ধাপে জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর, ঢাকা বাইপাস, রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে টোল নেওয়া হবে।
 
পিএসডি/এমএআর