উত্তরাঞ্চলের শীতের দাপট সহজে কমছে না
চলতি মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহের দাপট একেবারেই কমে গেছে। তবে শীতের দাপট খুব বেশি কমেনি। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট প্রায় একই রকম আছে। এদিকে রাতের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ঢাকা পোস্টকে জানান, রোববার (৩ জানুয়ারি) উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় শীতের দাপট কিছুটা কমলেও তা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
তিনি জানান, এছাড়া গত মাসের শেষের দিকে শুরু হওয়া শৈত্যপ্রবাহটির আকার একেবারেই কমে গেছে। আশা করছি আজ শেষ হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় শীত একটু বেশি বাড়বে। এসব এলাকায় হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আজও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
তবে নদীর আশপাশে এলাকায় ঘন থেকে মাঝারি ধরণের কুয়াশা পরবে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
একে/ওএফ