প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের সপ্তাহব্যাপী কর্মসূচি
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠার গৌরবময় দিনটি উদযাপনে ছাত্রলীগ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৭৩ বছর উদযাপন সার্থক করতে চায় ছাত্রলীগ।
বিজ্ঞাপন
কর্মসূচির মধ্যে রয়েছে:
- সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা।
- সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দােয়া মাহফিলে অংশগ্রহণ।
- বিকেল ৩টায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন। বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলােচনা সভা।
- বুধবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বােপার্জিত স্বাধীনতা চত্বরে বেলা ১১টায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
- শুক্রবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় বেলা ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সব ইউনিটের (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে ৪ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য আলােচনা সভায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
একইসঙ্গে ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি নিজ নিজ ইউনিটে সুবিধাজনক সময়ে বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওএফ