২০২০ সালে মাদক সেবন ও বিক্রির দায়ে পাঁচ হাজার ৭২১টি মামলায় ১১ হাজার জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপরাধীদের ধরতে র‍্যাব গত বছর রাজধানী ঢাকাসহ সারা দেশে পাঁচ হাজার ৯৮৮টি অভিযান পরিচালনা করেছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং গত বছরের মাদক বিরোধী অভিযানের এসব তথ্য ঢাকা পোস্টকে জানায়।

২০২০ সালের মাদক বিরোধী অভিযানের দেওয়া তথ্যে দেখা যায়, পুলিশের এলিট বাহিনীটি গত বছর পাঁচ হাজার ৯৮৮টি অভিযান পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও বিক্রির দায়ে ১১ হাজার জনকে আটক করেছে। এসব অভিযান ও আটকের ফলে মামলা হয়েছে পাঁচ হাজার ৭২১টি।

এর মধ্যে হেরোইন সংক্রান্ত ২৪৬টি অভিযানে ৪৮০ জনকে আটক ও ৭২ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। আর ২৩৯টি মামলা হয়েছে। ফেনসিডিল সংক্রান্ত ৭৮০টি অভিযানে এক হাজার ৩৫২ জন আটক ও এক লাখ ৯২ হাজার ৩৭৯ বোতল জব্দ হয়েছে। এ ঘটনায় ৭৮৪টি মামলা হয়েছে। 

ইয়াবা উদ্ধারে দুই হাজার ৮২০টি অভিযানে চার হাজার ১০০ জনকে আটক করা হয়। এসব অভিযানের মাধ্যমে ৯১ লাখ ৭৩ হাজার ২৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৬৬৯টি। বিদেশি মদ সংক্রান্ত ১৯৩টি অভিযানে ২৯৯ জন আটক হয়েছে। এসময় আট হাজার ২২৪ বোতল জব্দ ও ১৯৩টি মামলা হয়। দেশি মাদক উদ্ধার সংক্রান্ত ৩৭৩টি অভিযানে এক হাজার ১২০ জন আটক করা হয়েছে। এ সময় এক লাখ ৭৯ হাজার ৭৩১.১৮ লিটার মাদক জব্দ করা হয় ও ৩৮৫টি মামলা হয়েছে।

এছাড়া গাঁজা, বিয়ার, কোকেন, আফিম, নেশাজাতীয় ইনজেকশন ও নেশাজাতীয় ট্যাবলেট সংক্রান্ত ১ হাজার ৫৭৬ অভিযানে তিন হাজার ২৭৯ জনকে আটক ও এক হাজার ৪৫১টি মামলা হয়েছে। 

এর মধ্যে গাঁজা জব্দ হয়েছে ১১ হাজার ৯২৮.২৭১ কেজি, বিয়ার ৪১ হাজার ৫৪৩ বোতল, কোকেন এক কেজি, আফিম এক কেজি, নেশাজাতীয় ইনজেকশন ২৪ হাজার ৬৮৭ পিস ও নেশাজাতীয় ট্যাবলেট ৫৩ হাজার ৭০৩ পিস।

মাদক বিরোধী অভিযানের বিষয়ে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বলেন, র‍্যাব শুরু থেকেই মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের যেসব অঞ্চলে মাদক সেবন ও বিক্রি বেশি সেসব স্থানে সারা বছরই অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছর আমরা মাদকের অভিযান পরিচালনা করেছি। নতুন বছরেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এমএসি/ওএফ