চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছে নতুন তিন শাবক। সোমবার (১০ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (৬ মে) বাঘিনী পরীর ঘরে জন্ম নেয় তিনটি বাঘ শাবক। এর মধ্যে তিনটিই সুস্থ আছে। আর শুক্রবার (৭ মে) বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় দুটি শাবক। দুটিই রোববার মারা গেছে। 

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আরও বলেন, রাজ-পরী দম্পতির তিনটি শাবকই মায়ের দুধ পাচ্ছে। এটি চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য ভালো খবর।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, এর আগেও ২০২০ সালে বাঘিনী জয়া তিনটি শাবকের জন্ম দেয়। এরপর দুধ খাওয়ানো বন্ধ করে দিলে মারা যায় দুটি শাবক। আরেকটিকে দুধ ও মাংস খাইয়ে বড় করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শুভ।

কেএম/আরএইচ