৯ লাখ মাস্ক বিতরণ করেছে ডিএনসিসি
ডিএনসিসির মাস্ক বিতরণ কর্মসূচি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ৯ লাখ মাস্ক, ৮০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লাখ সাবান, তিন স্তর বিশিষ্ট ৫০ হাজার কাপড়ের মাস্ক এবং ২ হাজার বোতল হ্যান্ডওয়াশ বিতরণ করেছে।
সোমবার (১০ মে) ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের খোঁজখবর দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মেয়র আতিকুল ইসলাম।
বিজ্ঞাপন
মেয়র বলেন, আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মাধ্যমে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করেছে।
ডিএনসিসির বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভার ব্রিজ, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ইতোমধ্যে মোট ৫১ লাখ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল জীবাণুনাশক ছিটানো হয়েছে বলেও জানান মেয়র আতিক। করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এএসএস/আরএইচ