ঈদের সময় গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
জাতীয় গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ থেকে আগামী ১৫ মে (শনিবার) পর্যন্ত ৬ দিন দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। একইসঙ্গে কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এরই পরিপ্রেক্ষিতে আজ (১০মে) বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম পাওয়া গেছে।
সোমবার (১০ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে আগামী শনিবার (১৫ মে) রাত ১০টা পর্যন্ত এবং ঈদুল ফিতরের দিন ও পরদিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই কার্যক্রম চলাকালে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এএসএস/এসকেডি
বিজ্ঞাপন