পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ মে) রাতে এক বিবৃতিতে মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর আল আকসা মসজিদে হামলা, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করা মানবিক মানদণ্ড, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তির লঙ্ঘন।

আরও পড়ুন : আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত বহু

বাংলাদেশ মনে করে, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনের মানুষের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধ করার জন্য বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন ইস্যুতে উভয় দেশের সংলাপের মাধ্যমে শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : কদরের রাতে ইসরায়েলি পুলিশের হামলায় ৯০ ফিলিস্তিনি আহত

বিবৃতিতে আরও বলা হয়, পূর্ব জেরুজালেম-আল কুদস আল শারিফকে রাজধানী রেখে দ্বি-রাষ্ট্র তত্ত্বের আঙ্গিকে ১৯৬৭ সালের সীমানাভিত্তিক একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তবে এটি ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানেন।

এনআই/এসকেডি