জাতীয় রাজস্ব বোর্ড - পুরাতন ছবি

শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. সামচ্ছুদ্দীনের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আদেশ অনুসারে ড. মাে. আবদুর রউফকে শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এবং ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. শওকাত হোসেনকে ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীরকে এনবিআরে সংযুক্ত রেখে ব্রাসেলসে মিনিস্টার কাস্টমস হিসেবে যোগদানের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া সুরেশ চন্দ্র বিশ্বাসকে রাজস্ব বোর্ড থেকে চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।  

আরএম/এইচকে