উদ্ধার করা ফেনসিডিল

রাজধানীর পল্লবী ও বংশাল এলাকায় পৃথক অভিযানে ৪৯০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতাররা হলেন- আব্দুস সালাম (৫৫), মো. বাদশা মিয়া (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫২)।

পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী জানান, সোমবার (৪ জানুয়ারি) দুপুর ২ টায় পল্লবী থানার নিউ সাগুফতা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম (৫৫) ও মো. বাদশা মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রোববার রাতে রাজধানীর বংশাল থানার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেফতারদের  বিরুদ্ধে বংশাল থানায় দায়ের করা হয়েছে। সোমবার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

জেইউ/এইচকে