কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি
রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। টানা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৪ জানুয়ারি) রাতে সোয়া ৮টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দানা মিয়া আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। টানা ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে সন্ধ্যা ৭টায় আগুনের ফোন পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের অস্তিত্ব পায়নি। তবে প্রচুর ধোয়া দেখতে পায়।
এমএসি/এমএইচএস