রাজধানীতে ৫ রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা
গুলশান-১ এর গার্লিক অ্যান্ড জিনজার রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা নিষেধাজ্ঞা অমান্য, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা এবং স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মামলায় সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের গুলশান-১ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গার্লিক অ্যান্ড জিনজার রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের জন্য একটি মামলা দিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া ম্যাংগো ক্যাফে, খুশবু রেস্টুরেন্ট, পিউরো বেকারি, বিসমিল্লাহ রেস্টুরেন্টকে পৃথক চার মামলায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে পাঁচ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এএসএস/এফআর