জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বিদেশি মালিকানাধীন এ ওয়ান বিডি লিমিটেডে ১১শ শ্রমিকের একবছরের বকেয়া বেতন-ভাতা আদায়ের ব্যবস্থা করে না দিলে আগামী ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি জানান ফেডারেশনটির সভাপতি আমিরুল হক আমিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা ইপিজেডে অবস্থিত বিদেশি মালিকানাধীন (ইতালি) এ ওয়ান বিডি লিমিটেড ২০২০ সালের ১৮ এপ্রিল প্রায় ১১শ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে বন্ধ করে দেয়। যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসদাচরণের শামিল। এ বিষয়ে বেপজা, কলকারখানা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হলেও কাউকে কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই এ ওয়ান বিডি লিমিটেড খুলে দেওয়া এবং এক বছরের বকেয়া বেতনভাতা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে- ওই কারখানার মালিক বাংলাদেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা; বেআইনিভাবে বন্ধ করা কারখানাটি খুলে দেওয়া ও আইনানুগ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা এবং শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহসাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং এ ওয়ান বিডি লিমিটেডে শ্রমিকরা।

এইচএন/এইচকে