বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: একদিনে রক্ত দিলেন ৫০০ র্যাব সদস্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে 'র্যাব সেবা সপ্তাহ' উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছে র্যাব। এতে আজ (মঙ্গলবার) একদিনেই ৫০০ র্যাব সদস্য রক্তদান করেছেন।
সংগ্রহ করা এসব রক্ত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং রেড ক্রিসেন্টে সংরক্ষিত থাকবে।
বিজ্ঞাপন
আজ র্যাব সেবা সপ্তাহের রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, বরক্তদান কর্মসূচি ছাড়াও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ, গরীব ও মেধাবীদের জন্য বৃত্তি প্রদান করা হবে। র্যাব সদস্যদের এই রক্ত দিয়ে গরীব অসহায় ও র্যাব সদস্যদের চিকিৎসা করা হবে। তাছাড়া করোনা থেকে সুস্থ র্যাব সদস্যদের থেকে সংগ্রহ করা রক্ত প্লাজমা হিসেবে কাজে লাগানো হবে।
বিজ্ঞাপন
র্যাব ডিজি বলেন, করোনা মহামারির সময়ে সারাদেশে মানুষের পাশে থেকে তাদের সেবা দিয়েছেন র্যাব সদস্যরা। এছাড়া আভিযানিক কার্যক্রমও চলমান ছিল। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় র্যাব।
মুক্তিযুদ্ধের মহান চেতনায় উজ্জীবিত হয়ে জনসাধারণের জান ও মালের নিরাপত্তা ও মানবিক সহয়তা কার্যক্রমকে চলমান রাখতে র্যাব সদস্যরা কার্যকর ভূমিকা আগামীতেও পালন করবে বলে বলে আশাব্যক্ত করেন র্যাব মহাপরিচালক।
মাদকবিরোধী অভিযানে সহিংসতার আশঙ্কা
রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ মাদকবিরোধী অভিযানে যেকোনো সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করে বলেন, গতকাল ময়মনসিংহে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকবিরোধী অভিযানের একজন র্যাব সদস্য মাদক ব্যবসায়ী দ্বারা গুরুতর আহত হয়েছেন। ওই মাদক ব্যবসায়ী র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। র্যাব সদস্যকে এখন উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে যেকোনো মাদকবিরোধী অভিযানে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা হতে পারে। এই বাস্তবতায় কেবলমাত্র আসামিপক্ষের নয় সশস্ত্র র্যাব সদস্যরাও মাদক ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। তারই একটি নজির সোমবার ময়মনসিংহে ঘটেছে।
এআর/এনএফ