রাজধানীর পূর্ব বাইতুল আমান হাউজিংয়ে গ্যাসের সমস্যা দূর করার লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আজ ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শেখেরটেক-আদাবরসহ আশপাশের এলাকায়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব বাইতুল আমান হাউজিংয়ে গ্যাসের সমস্যা দূর করার লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আজ সোমবার (৩১ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- শেখেরটেক, আদাবর, বাইতুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং আশপাশের এলাকা। পাশাপাশি এসব এলাকার পার্শ্ববর্তী এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এএসএস/এসএসএইচ