জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পৃথিবীকে বাঁচাতে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তরুণ স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩১ মে) ঢাকা ওআইসি যুব রাজধানী-২০২০ অধীনে ‘টেকসই উন্নয়নের জন্য স্কাউট সম্মেলনের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণ স্কাউটদের এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারির এ সময়ে আপনারা তরুণ স্কাউট হিসেবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে এ পৃথিবীকে বাঁচাতে আপনাদের এগিয়ে আসতে হবে।’

ভার্চুয়াল অনুষ্ঠানে মোমেন বিশ্বের সার্বিক উন্নয়নে স্কাউট আন্দোলনের নীতিমালা বাস্তবায়নেরও আহ্বান জানান।

ড. মোমেন বলেন, ‘ওআইসি অঞ্চলটি ১.৮৬ বিলিয়নের বেশি মুসলিম নিয়ে গঠিত। এর মধ্যে এক তৃতীয়াংশ যুবক। ওআইসির যুব রাজধানীর বাৎসরিক কর্মসূচিগুলো যুব নীতিমালার ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মুসলিম যুবকদের মধ্যে সংহতি বাড়াতে এবং আন্তঃসাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের লক্ষ্যে এই ধারণাটি সহায়তা করেছে। এটি যুবকদের মধ্যে এক ধরনের চেতনা তৈরি করতে সহায়তা করেছে।

এনআই/জেডএস