রোদ ঝলমলে সকালের পর বৃষ্টিভেজা দুপুর
সকালবেলা রোদ ঝলমলেই ছিল ঢাকার আকাশ। কোথাও কোথাও মেঘের আনাগোনা ছিল। তবে দুপুর পৌনে ২টার দিকে শুরু হয় বৃষ্টি।
রাজধানীতে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই যান ও জনচলাচল অন্যদিনের চেয়ে বেশি ছিল। বৃষ্টি শুরুর পর স্থানে স্থানে যানচলাচল ব্যাহত হয়।
বিজ্ঞাপন
রাজধানীর বিমানবন্দর সড়ক, প্রগতি সরণি, মিরপুর রোডসহ বিভিন্ন প্রধান সড়কে যানজট দেখা দেয়। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পিএসডি/এনএফ