চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহার ওয়াই জংশন এলাকা থেকে দুটি দেশীয় তৈরি এলজিসহ মো. সিরাজ উদ্দৌল্লাহ (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুন) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা।

তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় অভিযান পরিচলনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজিসহ সিরাজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজ চট্টগ্রামের বাঁশখালী উপেজেলা থেকে অস্ত্রগুলো নিয়ে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল।

তিনি আরও বলেন, বাঁশখালীর নুর মোহাম্মদ নামের এক অস্ত্র ব্যবসায়ী শহরে পৌঁছে দেওয়ার জন্য সিরাজকে অস্ত্রগুলো দিয়েছিল। নুর মোহাম্মদকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অস্ত্রগুলোর গন্তব্য জানতেও তদন্ত করছে পুলিশ।

অস্ত্র উদ্ধারের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মো. সিরাজ উদ্দৌল্লাহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সড়ল এলাকার নুরুল আলমের ছেলে।

কেএম/ওএফ