বাহরাইন প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
করোনাভাইরাস প্রতিরোধে বাহরাইনে মসজিদ, মার্কেট অথবা কোনো অফিসে প্রবেশের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করেছে। এ কারণে ভ্যাকসিন সার্টিফিকেট দেখানো ছাড়া বাহরাইন পোস্ট অফিসে কোনো সেবা গ্রহীতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে বাহরাইন প্রবাসীদের দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, করোনা প্রতিরোধে সরকার মসজিদ, মার্কেট অথবা কোনো অফিসে প্রবেশের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট দেখানোকে বাধ্যতামূলক করেছে। এ কারণে ভ্যাকসিন সার্টিফিকেট দেখানো ছাড়া বাহরাইন পোস্ট অফিসে কোনো সেবা গ্রহীতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে দূতাবাস জানতে পেরেছে।
যারা ইতোমধ্যেই পাসপোর্টের জন্য আবেদন করেছেন বা ডেলিভারির জন্য পোস্ট অফিস থেকে ফোন বা মেসেজ পেয়েছেন কিন্তু এখনো ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি বা ভ্যাকসিনের সার্টিফিকেট পাননি, তারা দূতাবাসের হটলাইন ১৭২৩৩৯২৫ নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
বিজ্ঞাপন
অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে নির্দিষ্ট সময় অনুযায়ী দূতাবাসে এসে প্রবাসীরা তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনআই/ওএফ