হৃদরোগে আক্রান্ত হয়ে ডেপুটি স্পিকারের নাতির মৃত্যু
মো. ফাহিম আলম রাফি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নাতি (কন্যার পুত্র) মো. ফাহিম আলম রাফি মারা গেছেন। সোমবার (২১ জুন) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ১৬ বছর বয়সে মারা যান তিনি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপপরিচালক স্বপন কুমার বিশ্বাস জানান, দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন রাফি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর।
বিজ্ঞাপন
মরহুমের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ ফজর তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায় অনুষ্ঠিত হবে। ডেপুটি স্পিকার তার নাতির বিদেহী আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মরহুম রাফি ডেপুটি স্পিকারের অতি আদরের ছিলেন এবং নানার বাসভবনে তার সঙ্গে থাকতেন। তিনি ডেপুটি স্পিকারের দ্বিতীয় কন্যার প্রথম সন্তান ছিলেন।
বিজ্ঞাপন
এইউএ/এসকেডি