কামরাঙ্গীরচরে সিফাত হত্যা ঘটনায় ৬ শিশু গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সিফাত নামের এক কিশোরকে হত্যার ঘটনায় ছয় শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের বয়স ১০ বছর, ৩ জনের ১২ ও একজনের বয়স ১৩ বছর।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহার করা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৯ জানুয়ারি) ভোর ৫টায় কামরাঙ্গীরচর থানার ইব্রাহিমনগর বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা আনোয়ার জানান, নিহত কিশোর মো. সিফাত (১৪) লালগুদাম তারা মসজিদ এলাকার ফজলুল হকের কার্টুনের কারখানায় শ্রমিকের কাজ করত। শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে সে বাসার পাশের বরিশাল কলোনি গলিতে দাঁড়িয়ে হালিম খাচ্ছিল।
বিজ্ঞাপন
এ সময় অসাবধানতায় একজনের সঙ্গে ধাক্কা লাগলে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় গ্রেফতারকৃতরা। ছুরিকাঘাতে কিশোর সিফাত গুরুতর আহত হয়। সিফাতকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সিফাতের নানা বাদী হয়ে ওইদিন কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করেন।
এআর/এমএইচএস