লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি কোস্টগার্ডের হাতে আটক পাঁচ বাংলাদেশি রোববার (১০ জানুয়ারি) দেশে ফিরছেন। ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন। নয়মাস আটক থাকার পর বন্দিদশা থেকে তারা মুক্তি পান।

শনিবার (০৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি পাঁচজন ওমান প্রবাসী বাংলাদেশি সমুদ্র পথে সৌদি আরবে যাওয়ার পথে লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি কোস্টগার্ডের হাতে আটক হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দশনায় কুয়েত, ওমান এবং জর্ডান দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় ৯ মাস পর আটক পাঁচজন বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আর্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেফাজতে থাকেন।

কুয়েত দূতাবাস জানায়, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টার ফলে আইওএমের সহযোগিতায় পাঁচজন বাংলাদেশি আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ইয়েমেন ত্যাগ করেছেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারা দুবাই বিমানবন্দরে পৌঁছাবেন।

দুবাই থেকে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানের বিজিফোরএইট ফ্লাইটে তারা সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন।

এনআই/জেডএস