অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল
সিটি ব্যাংক লিমিটেডকে চার রানে হারিয়ে করপোরেট অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট টি-ফোরটির ২০২০-২১ (সিএসিটি) চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেএসপি ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ জানুয়ারি) ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাট করার আমন্ত্রণ জানায় সিটি ব্যাংক। ৪০ ওভারের খেলায় ২৩৯ রানের এক বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ব্র্যাক ব্যাংক। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ১১ রান প্রয়োজন ছিলো সিটি ব্যাংকের। শেষ পর্যন্ত জয় থেকে ৪ রান দূরে ২৩৪ রানে শেষ হয় তাদের ইনিংস।
ম্যাচ শেষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিজ্ঞাপন
এ সময় ফরহাদ রেজা বলেন, পেশাদার আয়োজকদের চাইতে কোনো অংশে কম ছিল না এ আয়োজন। ক্রিকেটের এমন এক দুর্দান্ত দিনে ব্র্যাক ব্যাংকের জয়ের মাধ্যমে শেষ দিনের সমাপ্তি করতে পারায় আমরা আনন্দিত।
২০১১ সালে প্রতিষ্ঠা হয়েছিল টুর্নামেন্টটির আয়োজক করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএসিএ)। ক্রিকেট প্রেমী কিছু চাকরিজীবীদের সপ্তাহান্তের খেলার জন্য প্ল্যাটফর্মটি চালু করেছিলেন।
আরএম/এমএইচএস