রাজধানীর তেজগাঁও থানা/ ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সমিতি বাজার এলাকার একটি বাসায় স্ত্রী ও শ্যালিকাকে খুনের দায়ে রনি মিয়ার (৩০) বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

নিহতদের বোন সাথী আক্তার বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে, শনিবার (৯ জানুয়ারি) ইয়াসমিন আক্তারকে (৩০) কুপিয়ে ও শিমু আক্তারকে (১৬) গলাটিপে হত্যা করে রনি। রনি মিয়া ইয়াসমিন আক্তারের স্বামী।

রোববার (১০ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক
(এসআই) জহিরুল।

তিনি বলেন, শনিবার রাতে ইয়াসমিন ও শিমু আক্তারের বোন সাথী আক্তার বাদী হয়ে রনি মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর আটক রনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত যা উঠে এসেছে সে অনুযায়ী, রনি প্রথমে শ্যালিকা শিমু আক্তারকে গলাটিপে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে রাখেন। পরে তার স্ত্রী ইয়াসমিন বাইর থেকে বাসায় ফিরলে ছোট বোনকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু এর ফাঁকেই রনি পেছন থেকে এসে ইয়াসমিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ মামলায় জটিল পারিবারিক কলহের বিষয় রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করে দেখছি বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, শনিবার রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসার বেডরুম থেকে এ দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইয়াসমিন আক্তারের স্বামী রনি মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি পেশায় ভ্যানচালক।

এমএসি/এফআর