ঢামেক হাসপাতালের উপপরিচালক আজাদের বদলি
আলাউদ্দিন আল-আজাদ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিচালক আলাউদ্দিন আল-আজাদকে বদলি করা হয়েছে। তাকে গোপালগঞ্জ সদরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বদলির আদেশ দেওয়া হয়েছে।
গত ৩০ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত চিঠিতে তাকে বদলির আদেশ দেওয়া হয়। আদেশে ৫ কর্মদিবসের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হবে।
বিজ্ঞাপন
রোববার (৪ জুলাই) স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৩ মে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উপপরিচালক ও ঠিকাদার মিয়া মো. খালেদ রাজুর মধ্যে সভাকক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরের দিন ২৪ মে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের উপস্থিততে বিষয়টি সমঝোতা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, বদলি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তার নামে কোনো অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
এসএএ/এইচকে