বৃহস্পতিবার ভি-২০ ফাইন্যান্স সামিট
ভি-২০ এর সভাপতি ও বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থমন্ত্রীদের ফোরাম ভালনারেবল-২০ (ভি-২০) এর প্রথম ফাইন্যান্স সামিট বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাচ্ছে।
বুধবার (৭ জুলাই) ভি-২০ এর সভাপতি ও বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সামিট আয়োজনের কথা জানান।
বিজ্ঞাপন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের ফোরাম -সিভিএফ এর বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভি-২০ ফাইন্যান্স সামিট উদ্বোধন করবেন। ভি-২০ দেশগুলোর বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান, জি-২০, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের মহাসচিব ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেবেন।
অর্থ মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালে গঠিত ভি-২০ ক্রমাগতভাবে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এ ফোরামের সদস্য সংখ্যা ৪৮। বাংলাদেশ এ ফোরামের বর্তমান সভাপতি।
বিজ্ঞাপন
ভি-২০ দেশগুলোর জনসংখ্যা এখন প্রায় এক দশমিক দুই বিলিয়ন। জলবায়ু পরিবর্তনে অস্তিত্ব সংকটে পড়া এ দেশগুলোর মধ্যে কয়েকটি উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। ভি-২০ দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ণ এক দশমিক পাঁচ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
ভি-২০ ফাইন্যান্স সামিটে কলম্বিয়া, কোস্টারিক, ইথিওপিয়া এবং মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, বুরকিনা ফাসো, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ঘানা, হাইতি, ইথিওপিয়া, ফিজি, গ্রানাডা, হুন্ডুরাস, মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন, তিমুর-লেস্টে এবং শ্রীলঙ্কাসহ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা এ সম্মেলনে যুক্ত থাকবেন। এছাড়াও সামিটের পরবর্তী অংশে মন্ত্রী পর্যায়ের সংলাপে উল্লিখিত দেশগুলোর অর্থমন্ত্রীদের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী অংশ নেবেন।
অর্থ মন্ত্রণালয় আরও জানায়, জাতিসংঘ, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে এ সামিট অনুষ্ঠিত হবে। এটি বিশ্বব্যাপী সহযোগিতা সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করবে।
কমপক্ষে ২৭টি দেশের অর্থমন্ত্রী, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, জলবায়ু সংক্রান্ত বিশেষ মার্কিন দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টসহ অন্যান্য স্টেকহোল্ডাররা এ সামিটে অংশ নেবেন।
এসআর/আরএইচ