সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই অপরাধের অভিযোগে আরেক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, অফিস আদেশ মোতাবেক ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-৫ এর আওতাধীন ২৮ নং ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী মো. জামাল হোসেনকে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করা হয়েছে।

আরেক অফিস আদেশ মোতাবেক ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-৫ এর আওতাধীন ২৮ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক মো. মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। অফিস আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ কারণেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএসএস/এসকেডি