পুরান ঢাকার নবাবপুরে এস কে মার্কের দোতলায় একটি ইলেকট্রনিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় ৫০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৭ জুলাই) ৯টা ৪০ মিনিটে নবাবপুর এসকে মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৫০ মিনিটের চেষ্টায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এসকে মার্কেটেটি সাত তলা। এর দ্বিতীয় তলায় একটি ইলেকট্রনিক গোডাউনে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন গোডাউনে থাকা ইলেকট্রনিক পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পারিনি। এখনো ঘটনাস্থলে পূর্ণাঙ্গ রিপোর্ট পাইনি। টিম ফিরে আসলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।

এমএসি/ওএফ