করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। বৃহস্পতিবার (৮ জুলাই) উত্তরায় আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালকে করোনা মোকাবিলায় জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন পাকিস্তান হাইকমিশনার।

ইমরান আহমেদ বলেন, ‘শান্তি ও টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক অংশীদারিত্বের ওপর গুরত্ব দিচ্ছে পাকিস্তান। আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগের মাধ্যমে যৌথভাবে কোভিড-১৯ মহামারির প্রভাব মোকাবিলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশন আহছানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল হাসপাতালকে ১০টি ভেন্টিলেটর, ২০টি সি-পিএপি শ্বাস প্রশ্বাস মেশিন, ১০টি বেড ও হাসপাতালের ভবনের জন্য একটি লিফট এবং কোভিড-১৯ ওয়ার্ডের কর্মীদের ব্যবহারে একটি গাড়ির জন্য আর্থিক সহায়তায় চেক হস্তান্তর করেন। আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট করোনাকালে এমন সহায়তা করায় পাকিস্তানের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এনআই/এসএম