মহামারি করোনা প্রতিরোধে মাস্ক, স্যানিটাইজার ও করোনা পরীক্ষার কিটসহ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর কাঁচামাল আমদানিতে করমুক্ত সুবিধার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশে এ সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি জানিয়েছেন।

আদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল, এন-৯৫ ও কেএন-৯৫ মাস্ক, ফেস শিল্ড, করোনা পরীক্ষার কিটসহ ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে করমুক্ত সুবিধা ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। সুবিধা পাওয়া অন্যান্য পণ্য ও উপকরণের মধ্যে রয়েছে মাস্ক ও পিপিই উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ধরনের নন-ওভেন ফিলামেন্ট, মাস্কের ইয়ার ব্যান্ড, নোজ প্রটেক্টর, প্লাস্টিক ফেস শিল্ড, সুরক্ষা গগলস ইত্যাদি।

আর এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর বা মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

এর আগে কর অব্যাহতি সুবিধা দিয়ে গত অক্টোবরে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর। যেখানে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক ও কর তুলে নেওয়া হয়।

২০২০ সালের ২২ মার্চ প্রথম করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা সহজলভ্য করতে করোনার টেস্ট কিট, ডায়াগনস্টিক টেস্টের যন্ত্রপাতি, সার্জিকাল মাস্ক, প্রটেক্টিভ গার্মেন্টস প্লাস্টিক ও মেডিকেল সিট, প্লাস্টিক ফেস সিট, ফুল বডি ওভেন স্যুট, মেডিকেল প্রোটেকটিভ গগলজসহ এ সংক্রান্ত সার্জিক্যাল পণ্যসমূহের আমদানির ক্ষেত্রে প্রযোজ্য আমদানি শুল্ক, শুল্ক সম্পূরক, রেগুরেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর হতে অব্যাহতি দেয় এনবিআর।

তবে করমুক্ত অব্যাহতি সুবিধা পেতে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে- ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত আমদানির ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে এবং আমদানিকৃত পণ্য মানসম্মত কি না তা ঔষধ প্রশাসন কর্তৃক নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করতে হবে।
 
আরএম/এইচকে