টিকার আপডেট জানাতে ব্রিফিংয়ে আসছেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাসের টিকার আপডেট জানাতে ব্রিফিংয়ে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর দুইটায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং করবেন তিনি। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এম আই প্রধান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হলে গত ০৪ জানুয়ারি সচিবালয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সেরামের টিকা পাওয়া নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে নিরাশ না হওয়ার কথা বলেন।
এরপর গত ৯ জানুয়ারি মানিকগঞ্জ সদরে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশেকে অনেকেই টিকা দিতে চাচ্ছে। চীন, রাশিয়া, ইউরোপ, আমেরিকাও টিকা দিতে চাচ্ছে। টিকার জন্য আমাদের দরজা খোলা আছে। ফাইজার বিনামূল্যে ৪ লাখ টিকা দিতে চাচ্ছে। এই টিকা আমরা গ্রহণ করব এবং করোনার ফ্রন্টলাইনারদের আগে দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকেই বাংলাদেশ টিকা পেয়ে যাবে। দেশে টিকার কোনো অভাব হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন জাহিদ মালেক।
রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৫ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৭৮১ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৭১ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২২ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।
এসএইচআর/এসআরএস