মামলার আসামি সাজ্জাত

আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ও ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার ( ১৩ জুলাই) চট্টগ্রামের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি ও সোমবার (১২ জুলাই) রাতে সাতকানিয়া থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। 

মামলার আসামিরা হলেন :  সাজ্জাত হোসেন ও মো.ফখরুদ্দিন। এর মধ্যে  সাজ্জাত হোসেনের বিরুদ্ধে দুটি ও মো.ফখরুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে ফেসবুকে মানহানিকর, মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাজ্জাত হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা মো. ফখরুদ্দিনকে আসামি করা হয়েছে। সোমবার (১২ জুলাই) রাতে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের মামলাটি দায়ের করেন। 

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই)  চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় সাজ্জাতকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন বিদ্যুৎ বড়ুয়ার ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক মোহাম্মদ ফয়সাল। ফেসবুকে বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে মানহানিকর ও অসত্য তথ্য লেখায় সাজ্জাত হোসেনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি  করা হয়। 

উল্লেখ, সাজ্জাত হোসেন গত দুইদিন ধরে ফেসবুকে বিদ্যুৎ বড়ুয়াকে নিয়ে একাধিক পোস্ট দেন। এতে বিদ্যুতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা আনেন তিনি। এছাড়া একই পোস্টে ফখরুদ্দিন বিপ্লব বড়ুয়াকে নিয়েও মন্তব্য করেন। 

কেএম/এসকেডি