রাজধানীর লালবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে রবিন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১০টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই চকবাজারে একটি খেলনার দোকানে চাকরি করে। এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। এ নিয়ে বোন জেসমিন তাকে বকা দিলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে জানালার ফাঁকা দিয়ে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি